ফটিকছড়ির পাইন্দং এ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার!!!
______________________________________________
ফটিকছড়ির পাইন্দং এ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাকে মুখে রক্তের চিহ্ন রয়েছে এবং লাশের পাশ থেকে বাজারের ব্যাগ ও কিছুদুর থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
২৮ শে জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উত্তর পাইন্দং আংকির বাড়ি সংলগ্ন পাইন্দং খালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মোঃ হোসেন উত্তর পাইন্দং ২নং ওয়ার্ড আংকির বাপের বাড়ীর ছালে আহমদের কনিষ্ট পুত্র। বিবিরহাট হক মার্কেটস্থ জিন্নাত ক্লথ স্টোরে চাকরী করে মোঃ হোসেন। তার স্ত্রী, দেড় বছরের ছেলে এবং ২মাসের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের বাবা ছালে আহমদ জানান, তার ছেলে বিবিরহাট একটি কাপড়ের দোকানে চাকরী করে। তার ছেলের সাথে কারো কোন শত্রুতা নেই। প্রতিদিন রাত ৯টা ১০টার মধ্যে ঘরে চলে আসত কিন্তু গতকাল রাতে বাড়ী না ফেরায় মুটোফোনে যোগাযোগ করলে রাত ১২টার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে সকালে জানতে পারি তার ছেলে মৃত অবস্থায় পাইন্দং খালের পাশে পড়ে আছে। তিনি এই হত্যাকান্ডের সুষ্টু বিচার দাবী করেন।
ফটিকছড়ি থানা অফিসার ইনিচার্জ বাবুল আকতার ঘটনাস্থন পরিদর্শন করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে মোবাইল, ব্যাগ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Monday, January 27, 2020
Home
Unlabelled
ফটিকছড়ির পাইন্দং এ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার!!!


No comments:
Post a Comment